প্রকাশিত: Tue, Mar 21, 2023 3:52 PM
আপডেট: Tue, May 13, 2025 10:29 AM

বাংলা শব্দের মধ্যেই তো বহুত্ব, বাংলা মানে বাংলাদেশও, অ্যান্ড বিয়ন্ড

মোজাফফর হোসেন : ‘বাংলাদেশ’ নামক দেশটা যদি শুধু বাঙালিদের দেশ না হয়, তাহলে ‘কোক স্টুডিও বাংলা’ ও শুধু বাঙালিদের হবে না। সবখানেই আদিবাসী/নৃগোষ্ঠী ভাষা ও সংস্কৃতি অবহেলিত হয়। এমনকি আঞ্চলিক ভাষাও কোক স্টুডিওতে সেক্ষেত্রে কিছুটা গুরুত্ব পাচ্ছে দেখে ভালো লাগছে। বাংলাদেশের অবাঙালিরা যদি বাংলা ভাষা শিখতে পারে, এ ভাষায় গান গাইতে পারে, তাহলে আমাদেরও উচিত তাদের ভাষাটা চেনা, তাদের ভাষার সুরটা জানা। মিলিলেই মেলাবে এবং এক তরফা যেটা হয় সেটা সুস্থ সমাজের লক্ষণ না। 

কোক স্টুডিও বাংলাদেশের অন্যান্য ভাষাভাষী জনগোষ্ঠীর আত্মপ্রকাশের ভালো জায়গা। তাহলে কেন কোক স্টুডিও বাংলা? বাংলাদেশও তো হতে পারত? বাংলাতেও কোনো সমস্যা দেখি না। বাংলা শব্দের মধ্যেই তো বহুত্ব, বাংলা মানে বাংলাদেশও, অ্যান্ড বিয়ন্ড। অনিমেষকে কোনো প্রশ্নের উত্তর দিতে হলে সেটা আমাদেরই ব্যর্থতা। লেখক: কথাসাহিত্যিক